জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে লইয়ার্স সোসাইটির আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেহেদী হাসান বুলবুল। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আহসান হাবীব। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ আনসারী এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মারুফুল ইসলাম ও আব্দুল্লাহ আল জাহিদ।
নতুন কমিটির মূল দায়িত্ব হবে সংগঠনকে সংগঠিত করা, গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্তি এবং প্রথম কার্যকরী পরিষদের নির্বাচন আয়োজন করা। আহ্বায়ক কমিটির কার্যকাল ছয় মাস।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পাশ করে ঢাকা বারে আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্রাকটিস করছেন এমন ব্যক্তিদের নিয়ে কাজ করবে এই সংগঠন।