জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন সম্পর্কে ঘোষণার বিষয়বস্তু নির্ধারণের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত হিসেবে সকল শিক্ষার্থীকে স্ব স্ব হলে অবস্থান ও মেয়াদোত্তীর্ণ সকল শিক্ষার্থীকে হল ত্যাগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১০ ফেব্রুয়ারী ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, এক হলের শিক্ষার্থী অন্য হলে অবস্থান করতে পারবে না: অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্ব-স্ব বরাদ্দকৃত হলেই অবস্থান করতে হবে।বিশ্ববিদ্যালয়ের কোনো হলে মেয়াদোত্তীর্ণ কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবে না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই মেয়াদোত্তীর্ণ সকল শিক্ষার্থীকে হল ছেড়ে দিতে হবে।
এছাড়াও অফিস আদেশে হলের বিভিন্ন কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে তা আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার জন্য হল প্রশাসনকে অনুরোধ জানানো হয়।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়