জাবি প্রতিনিধি: জুলাই হামলাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর ব্যানারে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ শুরু হয়ে পদার্থবিজ্ঞান ভবন, বটতলা হয়ে রেজিস্ট্রার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা একাধিকবার অছাত্রদের হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত নেয়ার পরেও আমরা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করিনি। এতে পরিষ্কার যে, আপনারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার পথেই হাঁটছেন।
তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বিগত দিনে যেমন শিক্ষার্থীরা প্রতারিত হয়েছে, এবার আর শিক্ষার্থীরা প্রতারিত হতে চায় না। আগামীকাল যদি তফসিল ঘোষণা না করা হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সর্বত্র আন্দোলন গড়ে তুলব।
বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী নাদিয়া রহমান বলেন, প্রশাসন দায়িত্ব গ্রহনের পর থেকে কোনো না কোনোভাবে জাকসু পেছানোর চেষ্টা করেছে, ক্যাম্পাসে জাকসু না থাকায় আপনারা দেখেছেন বিগত প্রশাসনগুলো কিভাবে স্বৈরাচার হয়েছিল উঠেছিল, তাই আমরা চাই না এ রকম স্বৈরাচার আর তৈরি হোক।
শিক্ষার্থী আহসান লাবীব বলেন, জুলাই অভ্যুত্থানের পরে যে প্রশাসন গঠিত হয়েছে, তার কাছে আমাদের বার বার বিভিন্ন দাবি নিয়ে আসতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাজনক, প্রশাসন বার বার জাকসু ও জুলাইয়ের বিচার নিয়ে টালবাহানা শুরু করেছে। এছাড়া একদল মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী চাচ্ছে না এই নিয়মিত শিক্ষার্থীরা দ্বারা জাকসু গঠিত হোক, তারা ভালো করেই জানে নিয়মিত শিক্ষার্থীরা ক্ষমতায় গেলে তারা টেন্ডারবাজি করতে পারবে না, চাদাবাজি করতে পারবে না। তাই প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি শিক্ষার্থীবান্ধব না হোন, আপনাদের অবস্থাও খুব বেশি ভালো হবে না।