জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া এবং দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিতে সম্পৃক্ততা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ৪৩(৪) ধারা অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া নিষিদ্ধ। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট সবাইকে ওই আইন মেনে চলতে এবং দলীয় লেজুড়ভিত্তিক রাজনীতি পরিহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট, বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ সাত দফা দাবি জানিয়েছিল। তাদের দাবির মধ্যে ছিল, ২৪ ঘণ্টার মধ্যে দলীয় শিক্ষক এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এবং আইন প্রণয়ন করে ছাত্র সংসদ চালু করার ব্যবস্থা নেওয়া।
পরবর্তীতে, ৭ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিদের সঙ্গে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যার ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বিষয়ে এর আগে কোন দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়া হয়নি।