রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ক্লাবটির কার্যক্রম মূল্যায়নের উদ্দেশ্যে তারা পরিদর্শন করেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর কিউরেটর তৌহিদুল হাসান এবং অফিস সহায়ক জাহিদুল ইসলাম এই পরিদর্শনে অংশগ্রহণ করেন। ক্লাবের চলমান প্রকল্প, গবেষণা উদ্যোগ এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে অব্যাহত কার্যক্রম দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্লাব সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে বিজ্ঞান জনপ্রিয়করণ, প্রযুক্তি উদ্ভাবন এবং শিক্ষার্থী-কেন্দ্রিক গবেষণা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধিরা জানান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী।
এসময় ক্লাবের সভাপতি শেখ সৈকত বলেন, “জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানের এই আগ্রহ আমাদের জন্য সম্মানজনক ও অনুপ্রেরণাদায়ক। আমরা এই সম্পর্ককে আরও ফলপ্রসূ করতে কাজ করে যাব।” ক্লাবের সাধারণ সম্পাদক মো: রবি উস সানি স্বপন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সফর আমাদের নতুন দিগন্তে পৌঁছাতে সহায়তা করবে।
এই পরিদর্শনের মাধ্যমে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির বিকাশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার দ্বার আরও প্রশস্ত করবে।