নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার
পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় ( ২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে নোয়াখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়।
আজ ৩১ মে শনিবার সকাল ১১ টায় ভর্তি পরীক্ষা নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্র সহ নোয়াখালীর বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অবিভাবকদের জন্য নোয়াখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম রাখা হয়। অবিভাবকদের জন্য বসার ব্যবস্থা , খাবার পানি, শিক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র , দূরবর্তী শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা এবং যাতায়াত সুশৃঙ্খল ও সুন্দর রাখতে পদক্ষেপ গ্রহণ করেন। কার্যক্রমে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি,সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অভিভাবকরা জানান, ছাত্র সংগঠন গুলোর সহযোগিতা মূলক কার্যক্রম থাকার ফলে আমাদের ভোগান্তি অনেকটা লাঘব হয়েছে। তীব্র গরমে একটু স্বস্তি পেয়েছি।
এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, ছাত্র অধিকার পরিষদের তথ্য কেন্দ্র সুপেয় পানির ব্যবস্থা, রাস্তায় জ্যাম সমস্যা সমাধান আমাদের জন্য অনেক উপকার হয়ছে। এছাড়া আমাদের অভিভাবকগণ আমাদের পরীক্ষা শেষ অব্দি স্বস্তিতে বসার জায়গা পেয়েছে। উনাদের সহযোগিতায় আমরা কেন্দ্রে সুশৃঙ্খল ভাবে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহন করতে পেরেছি।
নোয়াখালী সরকারি কলেজের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: ওসমান গণি বলেন, আমরা শিক্ষার্থীদের কল্যানে পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ রাখতে বিভিন্ন উদ্যেগ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের কল্যানে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের পাশাপাশি কলেজের অন্যান্য সংগঠনও বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম রেখেছেন।
তিনি প্রত্যাশা রেখে বলেন, যাতে পরবর্তী সময়েও যেনো সকল সংগঠন এরকম শিক্ষার্থীদের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারে।