ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ই ডাবলিও ইউ জাতীয় রোবো উৎসব ২০২৪ এ লাইন ফলোয়িং কনটেস্ট এ চ্যাম্পিয়ন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর (ডুয়েট) এর টীম ” ডুয়েট ইনফিনিট্রন” ।
ই ডাবলিও ইউ জাতীয় রোবো ফেস্ট ২০২৪ এ নয়টি ক্যাটাগরি তে সারা দেশ থেকে মোট ২০০ টির ও বেশি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য , উপ উপাচার্য এবং বিভিন্ন অনুষদ এর শিক্ষকবৃন্দ । দুই দিন ব্যাপী এ আয়োজন শুরু হয়েছিল ৭ নভেম্বর এবং শেষ হয় গত ৯ নভেম্বর।
বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের প্রকাশ ঘটায়।
স্বয়ংক্রিয় রোবট এই মাধ্যমে লাইন ফলো করা,প্রোগ্রামিং সহ নানা প্রজেক্ট প্রদর্শনী মুলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে চ্যালেঞ্জিং লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ডুয়েটের একটি দল। তাদের লাইন ফলোরিং রোবট সব থেকে কম সময়ে নির্ভুল ভাবে লাইন ফলো করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের দলের সদস্য হচ্ছে তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল মাহমুদ , তানভীর হোসেন এবং মুকরামিন।
উল্লেখ্য উক্ত দল গত ২৫ অক্টোবর টেকফেস্ট আইআইটি বোম্বে বাংলাদেশ জোনাল রাউন্ডে মেশমেরাইজ রোবট সেগমেন্ট এও চ্যাম্পিয়ন হয়েছিল।