নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবিঃ
জাতীয় সংগীত অবমাননায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল।
আজ সোমবার (১২ মে) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি ছাত্রদল।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম আদনান কমল, ছাত্রদল নেতা রায়হান, ফুয়াদ, আশিক,ফাহিম সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী।
ছাত্রদল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছে যে, জাতির আত্মপরিচয়ের প্রতীক ও স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ জাতীয় সংগীতকে অবমাননার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এটি শুধু একটি গানের অবমাননা নয়, এটি বাংলাদেশ রাষ্ট্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি চরম অবজ্ঞার প্রকাশ।
এই জাতীয় অবমাননার প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচির মাধ্যমে আমরা জাতীয় গৌরব রক্ষার আহ্বান জানিয়েছি এবং
জাতীয় চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছি।
জাতীয় সংগীত বাঙালির সংগ্রাম, ত্যাগ এবং চেতনার প্রতীক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অপমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব।ছাত্রদল সবসময় জাতীয় স্বার্থ, গণতন্ত্র, এবং মানুষের অধিকার রক্ষায় সোচ্চার ছিল এবং থাকবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।