জাপানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কিউশুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি) দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এই তথ্য জানিয়েছে বলে জানায় রয়টার্স।
ভূমিকম্পের প্রভাবে মিয়াজাকি ও কোটিতে ১ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, মিয়াজাকি শহরে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। প্রায় ৪ লাখ জনসংখ্যার এই শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী।
ভূমিকম্পের পর, ইকাতা এবং কাগোশিমার সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলে নিশ্চিত করেছে এনএইচকে। এই দুটি বিদ্যুৎকেন্দ্র ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থিত।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এই ভূমিকম্পটি নানকাই ট্রফ অঞ্চলের সঙ্গে সংযুক্ত কি না তা তদন্ত শুরু করেছে। গত আগস্টে নানকাই ট্রফ অঞ্চলে প্রবল ভূমিকম্পের পর দেশটি উচ্চতর ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছিল।
বিশ্লেষকদের মতে, সুনামি সতর্কতা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরইউএস