জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান শরীফকে বিভাগের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে।সহযোগী অধ্যাপক সাবেরা সুলতানার স্থলে তিনি এ নিয়োগ প্রাপ্ত হয়েছেন।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান শরীফকে ০১-০৬-২০২৪ তারিখ পূর্বাহ্ন হতে ৩৬ (ছত্রিশ) মাসের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
বিভাগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ রায়হান শরীফ জানান, আমরা সেশনজট নিরসনের জোর প্রচেষ্টায় আছি। এছাড়াও আমরা ইন্টারডিসিপ্লিনারি ফ্যাকাল্টি জার্নাল নিয়ে কাজ করছি। এর বাইরে বিভাগে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত ওয়ার্কশপ ও সেমিনারের পরিকল্পনা রয়েছে। এসব নিয়ে অনুষদের ডিনের সাথেও আমাদের আলাপ হয়েছে। ঈদের ছুটির পরেই আমরা একটি সেমিনার আয়োজনের কথা ভাবছি।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়