জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজনেস স্টাডিজ অনুষদ অধিভুক্ত ‘ই’ ইউনিটের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মোট দুইটি শিফটে অনুষ্ঠিত ‘ই’ ইউনিটের পরীক্ষায় ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৮ শতাংশ এবং ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ৷ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্যালোচনায় এই ইউনিটে সর্বমোট উপস্থিতি ৮৭ দশমিক ৫ শতাংশ৷
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার তৃতীয় দিন প্রথম শিফটে ভর্তিচ্ছু ছাত্রীদের ভর্তি পরীক্ষা ও দ্বিতীয় শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট আসন ২০০টি। মোট আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮১টি। সে হিসেবে আসন প্রতি লড়েছেন ৭৬ জন৷
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা বলেন, ‘ই’ ইউনিটে মোট আসন সংখ্যা ২০০টি। মোট আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮১টি। আজকের পরীক্ষায় ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৮ শতাংশ এবং ভর্তিচ্ছু ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ৷ সে হিসেবে মোট উপস্থিতির হার প্রায় ৮৭ দশমিক ৫ শতাংশ৷
এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কম্পিউটার সায়েন্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) তে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন৷
এছাড়া আগামীকাল (১২ ফেব্রুয়ারি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ৫ শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে৷
রবিউল/আরইউএস