জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় উপাচার্য কোটা বাতিল করাসহ চার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন ‘ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অন্য দাবিগুলো হলো – পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করা, অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া, এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী আবদুর রশিদ জিতু বলেন, ‘ আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক সমাজ গঠনের লক্ষ্যে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছিলাম। কিন্তু প্রশাসন আমাদেরকে বারবার মৌখিক আশ্বাস দিলেও কোন প্রজ্ঞাপন জারি করেনি। কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে, চলমান থাকবে। ‘
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘ জাহাঙ্গীরনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুর পরেই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। তার মানে এটা কেবল আমাদেরই দাবি নয়। এটা আপামর ছাত্রসমাজের দাবি।
আমরা মনে করছি বর্তমান প্রশাসন আমাদের সাথে গাদ্দারি করে যাচ্ছে। আমরা চাই অতিদ্রুত প্রশাসন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের এ দাবীসমূহ মেনে নেবে।