জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম ধাপের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রথম ধাপের মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ৩২৬ জন, ‘সি’ ইউনিটে ৩১০ জন, ‘ই’ ইউনিটে ২০০ জন, এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর অনলাইনে ভর্তির প্রক্রিয়া আগামী একুশে এপ্রিল শুরু হয়ে ২৭ এপ্রিল রাত এগারোটা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ‘এ’ ইউনিটের ভর্তি ফি ১৪ হাজার ৯৭৪ টাকা, ‘ই’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ভর্তি ফি ১৪ হাজার ৯৫০ টাকা নির্ধারিত হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর ভর্তি নিশ্চিতের জন্য ডাউনলোড করা ফরমের সাথে এইচএসসি/সমমানের মূল সনদপত্র, নম্বরপত্র, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সনদপত্র এবং ডোপটেস্টের রিপোর্টের এক সেট কপি বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে শিক্ষা শাখা অফিসে জমা দিতে হবে। এসব কাগজপত্র ২২ থেকে ২৮ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
কোন শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্রাদি জমা না দিলে তার ভর্তি বাতিল করে আসন শূণ্য বলে ধরে সেই আসন পরবর্তী মেধাতালিকা থেকে পূরণ করা হবে। পরবর্তী মাইগ্রেশান তালিকা ৫ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে।