দেশের স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত ১৩ মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে।
মানববন্ধনে সরকারের পেনশন সংক্রান্ত এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোসলেম উদ্দিন বলেন, আমরা সরকারের কাছে সবার জন্য পেনশন যেমন ছিলো তেমনই বহাল রাখার দাবি জানাচ্ছি।স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়সমূহে আগামী ২৪ জুলাই থেকে নিয়োগপ্রাপ্তদের সরকারের গৃহীত সার্বজনীন পেনশনের আওতাভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।দেশের সুনাগরিক হিসেবে আমরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সকল কর্মকর্তা- কর্মচারীর ক্ষেত্রে প্রক্রিয়া বহাল রাখার দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মো.রফিকুল ইসলাম বকসী বলেন, সরকারের বৈষম্যমূলক এ সিদ্ধান্ত আমরা মানিনা।একটি রাষ্ট্রে একই শ্রেণির কর্মচারীর একটি নির্দিষ্ট অংশকে সুবিধা বঞ্চিত করতে পারেনা। সরকারের কাছে আমরা বিষয়টি পুনরায় বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি বাস্তবায়িত না হলে আরও জোরালো আন্দোলনে যাবার হুশিয়ারী দেন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়