জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের সি ও সি১ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) দ্বিতীয় দিনে ‘সি’ ইউনিট অর্থাৎ কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট এবং ‘সি১’ ইউনিটের অর্থাৎ কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় প্রথম শিফটের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয় এবং সর্বশেষ ৬ষ্ঠ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৫টা ৪০ মিনিটে শেষ হয়। ‘সি১’ ইউনিটে ৩২ টি ছাত্র ও ৩২ টি ছাত্রী আসনের বিপরীতে ৪২১০ জন পরীক্ষার্থী আবেদন করে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটেই সম্পন্ন হয়। অন্যদিকে ‘সি’ ইউনিটে ১৮৯ টি ছাত্র আসন ও ১৮৯ টি ছাত্রী আসনের বিপরীতে ৩৯৮৪৫ জন পরীক্ষার্থী আবেদন করেন। ২য়,৩য়, ৪র্থ শিফটে ছাত্রী এবং ৫ম ও ৬ষ্ঠ শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বুধবার (২৩ ফেব্রুয়ারী) প্রথমদিনে ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারী) ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়