জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অফিস আদেশে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আ. স. ম. ফিরোজ-উল-হাসান-এর পদত্যাগপত্র প্রদানের প্রেক্ষিতে অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে ১৮-০৩-২০২৪ তারিখ বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
সদ্য সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত প্রক্টর আলমগীর কবীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি সততা ও নিষ্ঠার সাথে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি উত্তোরণে দায়িত্ব গ্রহণের পরেই আমি সকল স্টেকহোল্ডারদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগ্রহণ করে দ্রুততম তা বাস্তবায়নে সচেষ্ট হবো।’
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়