জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভিসি কোটা বাতিল, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা চালু এবং ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিন করেন তারা।
মানববন্ধনে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, দীর্ঘদিন ধরে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যে অনিয়ম, দুর্নীতি হয়ে আসছে সেগুলোর ব্যাপারে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন বরাবরই সোচ্চার। তারই ধারাবাহিকতায় আমরা গত ১৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ও ভিসি কোটা বাতিল এবং পোষ্য কোটার যৌক্তিক সংস্কার দাবি করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মৌখিক আশ্বাস দিলেও কোন লিখিত প্রজ্ঞাপন জারি করেনি। এছাড়াও অন্যান্য দাবির ব্যাপারেও আমরা এখনো কোন সদুত্তর পাইনি। আগামী এক কর্মদিবসের মধ্যে আমাদের এসব যৌক্তিক দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আমরা প্রশাসনিক ভবন অবরোধ করতে বাধ্য হবো। একইসাথে এই সমস্যাগুলোর সমাধান না করা হলে আমরা কিছুতেই আগামী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেবনা।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে অথর্ব ভিসি কোটা নাই। এই উপাচার্য ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কার না করলে তার পরিণতিও পূর্বের ভিসি নূরুল আলমের মতো হবে।