জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের উদ্যোগে ১০ দিন ব্যাপী “ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট” কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন জেলা সমিতি সমূহের তথ্য সহায়তা কেন্দ্রগুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলতে ডাস্ট কিপার ঝুড়ি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছে লাল সবুজের সদস্যরা। তাদের এ কার্যক্রম দশ দিনব্যাপী চলমান থাকবে।
ব্যতিক্রমী ও বিশেষ এই ক্লিনিং প্রজেক্ট সম্পর্কে সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী ও সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ব্যাপক লোকসমাগম হওয়ায় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশে বিপর্যয়ের সৃষ্টি হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবকসহ অনেককেই যেখানে সেখানে ময়লা ফেলতে দেখা যায়। একারণে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ও সকলের মাঝে সচেতনতা তৈরি করতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই কার্যক্রম দশ দিন চলবে।
উল্লেখ্য যে লাল সবুজ উন্নয়ন সংঘ সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। লাল সবুজ উন্নয়ন সংঘ সারাদেশে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। এছাড়াও সংগঠনটি বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি, দুর্যোগ ও ক্রান্তিকালে সমাজসেবা, সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবসেবামূলক কাজ করে থাকে।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়