জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিনামূল্যে এক হাজার কোর্সে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
আজ রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শ দান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আফসানা হক।
ইউএনডিপি, গ্রামীণফোন, এবং বাংলাদেশ সরকারের যৌথ প্রজেক্ট ফিউচার নেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরামর্শ দান কেন্দ্রের উদ্যোগে ক্যারিয়ার কেন্দ্রিক কয়েকটি বিষয়ের উপরে এসব কোর্স আয়োজিত হবে বলে জানা যায়।
৪ থেকে ৭ ফেব্রুয়ারীর মধ্যে তিনদিন বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বুথে সরাসরি রেজিষ্ট্রেশনের ব্যবস্থা থাকবে। এছাড়াও অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
এতে সর্বমোট ১০০০ স্কলারশিপ প্রদানের ব্যবস্থা থাকবে। । তবে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে সংখ্যাটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আয়োজকেরা।
কোর্সসমূহের মধ্যে রয়েছে British Council Business English Course, Ui/Ux Design, Motion Graphics, Advanced Technology
কোর্স প্রদান শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারী রোজ সোমবার থেকে। কিছু কারণে গত ১ ফেব্রুয়ারী থেকে পিছিয়ে ১২ ফেব্রুয়ারী কোর্স শুরুর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
আয়োজনটির সাথে ক্লাব পার্টনার হিসেবে থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, ই – বিজনেস অ্যান্ড এনটারপ্রেনারশিপ ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফোরাম অব এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ইউআরপিয়ারস।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, কোর্সটি আমাদের চাকুরী প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। কোর্সগুলোর মাধ্যমে তারা চাকুরির জন্য নিজেদেরকে সহজে প্রস্তুত করার ব্যাপারে জানতে পারবে। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে কোর্সে অংশগ্রহণের জন্য আহ্বান করছি।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়