দীর্ঘ প্রায় দেড় যুগ পর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নিজ জেলায় হচ্ছে কর্মী সম্মেলন।
আগামী শনিবার (২১শে ডিসেম্বর) মৌলভীবাজার জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে কর্মী সম্মেলন। এ উপলক্ষে চলছে ব্যানার, প্যান্ডেল, মঞ্চ ও গ্রেইট নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলা শহরে প্রচার মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অব্যাহত রয়েছে নেতাকর্মীরা। ইউনিয়ন পর্যায়ে জেলা সম্মেলনের প্রচারনা করতেছে স্হানীয় নেতা কর্মীরা । সম্মেলনে বিপুল সংখ্যক লোক জমায়তের লক্ষ্যে জেলার ৭টি উপজেলার বিভিন্ন সাংগঠনিক শাখার নেতাকর্মীরা ব্যাপক প্রচার প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন। জেলা ও উপজেলা শহরে এখন প্রতিদিনই সম্মেলনকে স্বাগত জানিয়ে চলছে মিছিল ও প্রচারণা। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি টিম সম্মেলনস্থল পরিদর্শন করে নানা দিকনির্দেশনা দিয়েছেন। জেলা নেতৃবৃন্দ প্রতিদিনই সম্মেলনস্থল পরিদর্শন করে মঞ্চ ও প্যান্ডেলসহ অন্যান্য কাজ তদারকি করছেন। দলের নেতাকর্মী ছাড়াও সম্মেলনে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে সম্মানা রাজনৈতিক দল গুলো কে , নানা শ্রেণি ও পেশার গণমান্য ব্যক্তিবর্গকে। জানা যায়, পতিত আওয়ামী শাসনামলে দমন-নিপীড়ন আর হয়রানিমূলক মামলা ও হামলায় কোণঠাসা ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। জেলায় প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনে গণতান্ত্রিক পরিবেশ ফেরায় সারা দেশের ন্যায় এ জেলায়ও জামায়াতের জোরালো সাংগঠনিক কর্মতৎপরতা এখন দৃশ্যমান। ইতিমধ্যে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। জানা যায়, অক্টোবরে জামায়াতের জেলা কমিটি নির্বাচন ও পুনর্গঠন করা হয়। এরপর ধারাবাহিকভাবে সকল উপজেলা, পৌর ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট কমিটির নির্বাচন সম্পন্ন করেন। জেলার সবক’টি শাখা কমিটি নির্বাচন ও গঠনের পর জেলা কর্মী সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়। ২১শে ডিসেম্বর সকাল ১০টার এই সম্মেলনে প্রধান অতিথি জামায়াতের আমীর মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলার আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামীর আলী জানান, সম্মেলনের সকল প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। সম্মেলন সফল করতে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা পরিশ্রম করে যাচ্ছেন। কারন এই সম্মেলন আমাদের আমীরের নিজ জেলায়, তাই আমাদের কাছে ঐতিহাসিক সম্মেলন ,
দীর্ঘদিন পর এ সম্মেলন মৌলভীবাজার জেলা ইচ্ছে । তাই সম্মেলন কে কেন্দ্র করে জেলা জুড়ে দলের নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীরা উজ্জীবিত। এ সম্মেলনে বিপুল সংখ্যক লোক সমাগম ঘটবে- এমনটি প্রত্যাশা করছি। তাই সম্মেলন সফল করতে সবার সহযোগিতা চান ।