জামালপুরের ইসলামপুর উপজেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির দীর্ঘদিনের বলিষ্ঠ নেতা মো. আলী হোসেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ইসলামপুর জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তার এই নতুন যাত্রা শুরু হয়।
আলী হোসেন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির ৪ নম্বর সহসভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত, অভিজ্ঞ ও পরিশ্রমী নেতা হিসেবে সুপরিচিত।
জামায়াতে যোগদানের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী। তিনি আলী হোসেনকে স্বাগত জানিয়ে জামায়াতের আদর্শ, শৃঙ্খলা ও রাজনীতির নীতিনিষ্ঠ দিক নিয়ে আলোচনা করেন।
আলী হোসেন বলেন, “বিএনপিতে দীর্ঘদিন কাজ করলেও বর্তমান প্রেক্ষাপটে ইসলামি রাজনীতির প্রতি আমার বিশ্বাস দৃঢ় হয়েছে। জামায়াতের আদর্শ ও শৃঙ্খলা আমাকে আকৃষ্ট করেছে বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান বলেন, “আলী হোসেনের যোগদান আমাদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে।”
এদিকে উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব বলেছেন, “এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এতে দলের তেমন প্রভাব পড়বে না।”
আলী হোসেনের এই পদক্ষেপকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপুরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। অনেকে বলছেন, জামায়াত নতুন করে রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং আলী হোসেনের মতো অভিজ্ঞ নেতার যোগদান সেই প্রস্তুতিরই ইঙ্গিত।