দেশের বাইরে বিভিন্ন স্থানে স্টেজ শো-তে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছিলেন তিনি। বেশ কয়েকদিন ঢাকায় ও নিজ গ্রামে অবস্থানের পর আবারও বিদেশে উড়াল দিয়েছেন এই নায়ক। তবে এবার জায়েদ খানের সঙ্গী হিসেবে দেখা গেল নগরবাউল জেমসকে।
জানা গেছে ,বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেমস ও জায়েদ খান। সেখানে একমঞ্চে হাজির হয়ে দর্শক মাতাবেন দু’জন। জায়েদ খান উপস্থাপনার দায়িত্ব পালন করবেন, জেমস গান গেয়ে মাতাবেন।
এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।’