ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। যতটা অভিনয় করেন, তার চাইতে বেশি তাঁর ঘটনা। গত কয়েক মাস ধরে ডিগবাজির কারণে ভাইরাল তিনি। মূলত গত বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যাওয়ায় ডিগবাজি দেন। এরপর একটি সিনেমার প্রচারণায় ডিগবাজি দিয়ে হেলিকপ্টারে গিয়ে বসেন। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়ে যায় সেই ডিগবাজিটি।
এবার সেই ডিগবাজি নিয়ে অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করেছেন জায়েদ খানের গ্রামের বাড়ি পিরোজপুরের বাসিন্দারা। প্রতিযোগিতায় অংশ নেন অনেকেই। বিজয়ী একজনকে পুরস্কার হিসেবে দেওয়া হয় মুঠোফোন। সেই প্রতিযোগিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ারও করেছেন জায়েদ। ক্যাপশনে লিখেছেন, ‘আমার পিরোজপুর।’
এ প্রসঙ্গে নায়কের ভাষ্য, এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আমার ডিগবাজির খবর পৌঁছে গেছে তাদের কাছেও। ডিগবাজির প্রতিযোগিতা করে তারা আমাকে সম্মানিত করেছে। বরাবরের মতো আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ।