সমালোচনা আর হাসিঠাট্টাকে তুড়ি মেরে নিজের গতিতে কাজ করে যাচ্ছেন নায়ক জায়েদ খান। নানা কারণে খবরের শিরোনাম হন তিনি। তিনি এই প্রথম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখের সঙ্গে কাজ করেছেন।
জায়েদ খানকে ‘জাতির ক্রাশ’ হিসেবে আখ্যায়িত করলেন শখ। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে একটি ওভিসিতে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) কাজ করেছেন শখ।
সংবাদ মাধ্যমকে শখ বললেন, ‘এই প্রথম ওভিসিতে কাজ করলাম। জায়েদ খান একজন ভালো মানুষ। তিনি আসলে পুরো জাতির ক্রাশ; ভাইয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
একটি টিভি ব্র্যান্ডের জন্য জুটি বেধে কাজ করেছেন তারা।