জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার দেশটির সংসদ ভেঙে দিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
বার্লিনের বেলভিউ প্রাসাদে দেওয়া এক ভাষণে তিনি দেশের জন্য একটি কার্যকর সরকার ও সংসদে নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সম্প্রতি চ্যান্সেলর ওলাফ শলৎস সংসদে আস্থা ভোটে হেরে গেলে তার জোট সরকার ভেঙে পড়ে। অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারের নেতৃত্বাধীন ফ্রি ডেমোক্র্যাটস দল জোট থেকে সরে যাওয়ার পর শলৎস সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্টাইনমায়ার নির্বাচনী প্রচারণা স্বচ্ছ রাখার আহ্বান জানিয়ে বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষত ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে বিদেশি প্রভাব মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি জোর দিয়ে বলেন, ঘৃণা, সহিংসতা, বা ভীতি প্রদর্শনের মতো বিষয়গুলো গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
জার্মানির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জনমত জরিপে স্পষ্ট। রক্ষণশীল নেতা ফ্রিডরিখ ম্যার্জ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটদের চেয়ে ১০ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে আছেন। আসন্ন নির্বাচনে নতুন সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
আরএস