জাহাঙ্গীরনগরে আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তারামন বিবি হলের আট তলার ৭০০৫ নম্বর কক্ষ থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তাজিয়া তাসনিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২২-২৩) ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্পর্কের মনোমালিন্যের কারণে প্রেমিককে ভিডিও কলে রেখে তাকিয়া আত্মহত্যা করেছেন।
ওই প্রেমিক তাকিয়ার বান্ধবীদের ফোনকলে দ্রুত তাকে উদ্ধারের কথা বললে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

জাহাঙ্গীরনগরে আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার আরো পড়ুন
তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত ডাক্তারকে ঘটনাস্থলে নিয়ে আসা হলে তিনি প্রাথমিক পরীক্ষা – নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে পুলিশের ডিউটি অফিসার মাসুদ বলেন, আমরা নিহতের তথ্য নিয়েছি। নিহতের পরিবার ও হল কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে তার মরদেহ ময়না তদন্ত করা হবে। তারা অনুমতি না দিলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত তাকিয়ার মামা জানান, ‘ ভোর সাড়ে পাঁচটায় তাকে হল থেকে কল করে তাকিয়ার আত্মহত্যার ব্যাপারে জানানো হলে তিনি ততক্ষণাৎ ঘটনাস্থলে এসে তাকিয়াকে ফ্যান থেকে ওড়না কেটে বিছানায় নামানো অবস্থায় দেখতে পান। ‘
এছাড়াও ‘তাকিয়ার বাবা-মাকে ঘটনা জানানো হয়েছে, তারা ইতোমধ্যে মাগুরা থেকে রওনা হয়েছেন বলেও জানান তিনি। ‘
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ ।