জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে মাদক ও র্যাগিং বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ও উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে এ র্যালি আয়োজিত হয়।
র্যালিটি নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কলা ও মানবিকী অনুষদ, অমর একুশে ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান বলেন, গণরুম বিলুপ্ত করে আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি তা অব্যাহত থাকবে। পাশাপাশি র্যাগিং ও মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিতে চাই। আমাদের কোনো শিক্ষার্থী যেন রাগিং এর শিকার না হয় ও মাদকের থাবায় না পড়ে। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশী জনের সহযোগিতা প্রয়োজন। আশা করছি ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন তারা এ ব্যাপারে সচেতন থাকবেন।
রালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।