জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি ছাত্র এবং দুটি ছাত্রী আবাসিক হলের নাম পরিবর্তন করেছে। নতুন নামকরণের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
১৭ মার্চ দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করা হয়েছে।”
নতুন নামকরণের বিষয়ে তিনি জানান, আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হল হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হল হবে ৬ নম্বর ছাত্রী হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল হবে ১৬ নম্বর ছাত্রী হল।
এছাড়া, নতুন নামকরণের জন্য গঠিত কমিটি দ্রুত কাজ শুরু করবে।