শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত থাকা সত্ত্বেও ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে।
এই পরিস্থিতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ফাঁকা আসনে নিজস্ব সিদ্ধান্তে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে একটি চিঠিতে বিষয়টি তুলে ধরেন।
চিঠিতে উল্লেখ করা হয়, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ফাঁকা আসন পূরণের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউজিসি একটি চিঠি পাঠালেও জিএসটি কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। শাবিপ্রবি কর্তৃপক্ষ বারবার অনুরোধ জানালেও তাদের দাবি উপেক্ষা করা হয়েছে, যা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এবং অযৌক্তিক।
চিঠিতে আরও বলা হয়, একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একাডেমিক কাউন্সিলের। শাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ফাঁকা আসন পূরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপেক্ষমান তালিকায় থাকা মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করে আসন ফাঁকা রাখা কখনও যৌক্তিক নয়। জিএসটির এই সিদ্ধান্ত শিক্ষার্থী ও সরকারি অর্থের অপচয়ের কারণ হতে পারে।
শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান জানিয়েছেন, এবার অপেক্ষমান তালিকা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সব আসন পূরণ করা সম্ভব হবে।
ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৫৬৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৫২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফাঁকা রয়েছে ৩৯টি আসন। এছাড়া কোটার ১০৫টি আসনের মধ্যে ৬০ জন ভর্তি হয়েছেন।
আরএ//বিএন