নাঈম ইসলাম সংগ্রাম
হাবিপ্রবি:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়টিতে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান এবং সঞ্চালনা করেন (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) প্রফেসর মো. মামুনার রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদল শাখার নেতা-কর্মী, জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুই পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয় বিকাল সাড়ে তিনটায় এবং বাদ মাগরিব দোয়া ও কোরআন শরীফ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
আলোচনায় অংশগ্রহণ করে কৃষিবিদ প্রফেসর ড. মো. সাইফুল হুদা (সদস্য-১) “আমি মেজর জিয়া বলছি” শিরোনামে একটি তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন । এতে শহীদ জিয়ার জীবনের উল্লেখযোগ্য দিক দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের চিত্র ফুটে ওঠে।
আরো বক্তব্য রাখেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির , সহ-সভাপতি প্রফেসর ড. মো. ইরফান আলী খন্দকার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঁইয়া, সদস্য -৩ প্রফেসর ড. মো. মহিদুল হাসান, হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস এবং হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল হাকিম।
বক্তারা শহীদ জিয়ার আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব ছাড়া স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ কখনোই উন্নয়নের পথে এভাবে এগিয়ে যেতে পারত না।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এমন আয়োজন ছিল শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও জাতীয়তাবাদী চেতনাকে বুকে ধারণ করার এক অনন্য উদাহরণ।