বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে সারজিস আলম বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, শিবির রাজপথে অবস্থান, পরামর্শ প্রদান এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো কাজ করেছে। জুলাই মাসের অভ্যুত্থানের শুরু থেকে শিবিরের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের কার্যক্রমের ফলাফল প্রকাশিত হওয়া শুধু সময়ের ব্যাপার ছিল।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘‘গত ১৬ বছরে শেখ হাসিনা যাদের পটেনশিয়াল থ্রেট হিসেবে বিবেচনা করেছেন, তাদেরকে নানা উপায়ে দোষারোপ করে নিপীড়ন করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘অনেক নিরপরাধ মানুষ এবং আলেম-ওলামাকে শুধুমাত্র তাকে হুমকি মনে করায় নির্যাতন, হামলা ও হত্যা করা হয়েছে।’’
সারজিস আলম আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ অনেক সংগঠন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বেঁচে থাকায় শেখ হাসিনার শাসন ব্যবস্থায় সংকট তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘‘বর্তমান প্রজন্মের বিবেকবোধই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে।’’
ছাত্রশিবিরকে কাজের মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘দেশের মানুষের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, এবং ২০২৪ সালের অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজ চালিয়ে যাব।’’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।