গত বছরের জুলাই ও আগস্টে ঢাকার মোহাম্মদপুর ও সাভারে সংঘটিত সহিংস ঘটনায় দায়ের করা দুইটি পৃথক মামলায় ছয়জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (১৮ মে) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এর মধ্যে সাভারে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় চারজন এবং মোহাম্মদপুরের ঘটনায় আনসার সদস্য ওমর ফারুকসহ দুইজনকে হাজির করা হয়।
এর আগে, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দিয়ে আসহাবুল ইয়ামিন নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজু আহমেদ নামে এক কিশোরকে কাছ থেকে গুলি করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত সাবেক আনসার সদস্য ওমর ফারুকের বিষয়ে আজ শুনানির তারিখ নির্ধারিত রয়েছে।