জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিশেষ সেল। শনিবার (২১ ডিসেম্বর) সেলের দলনেতা ও অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থানের সময় প্রতিপক্ষের হামলায় শহিদ ও আহতদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলার জেলা কমিটি এবং বিশেষ সেল সমন্বিতভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে প্রাথমিক তালিকা বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এই খসড়া তালিকা সর্বসাধারণের জন্য আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য বা প্রতিনিধিদের তালিকায় তথ্য যাচাই, সংশোধন বা প্রাসঙ্গিক মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নতুন তথ্য সংযোজন বা ভুল সংশোধনের জন্য ২৩ ডিসেম্বরের মধ্যে বিশেষ সেলের ইমেইলে (muspecialcell36@gmail.com) যোগাযোগ করতে বলা হয়েছে।
শুক্রবার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, তালিকা প্রস্তুতির কাজ এখনও চলমান। চূড়ান্ত তালিকা মন্ত্রিসভায় পাঠানো হবে। এর পাশাপাশি আরও তথ্য পেলে তা যুক্ত করা হবে।
বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত ৮৫৯ জন শহিদের ভেরিফাইড তথ্য পাওয়া গেছে, তবে এটি চূড়ান্ত নয়। যাচাই-বাছাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।