দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং চলতি বছরের জুলাই নাগাদ মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, গত ৬ মাসে দেশের রপ্তানি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মূল্যস্ফীতি কমার ধারায় রয়েছে। এছাড়া রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে এবং আমদানি অব্যাহত রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ৬ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ তুলে ধরে প্রেস সচিব বলেন, ইতিমধ্যে নতুন টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক ছাড়ও অব্যাহত রয়েছে। ১ কোটি পরিবারকে ন্যায্যমূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ভূমি সমস্যার সমাধান করা হয়েছে বলে তিনি জানান। অতীতে জমি সংক্রান্ত জটিলতার কারণে অনেক বড় প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখায়নি। তবে বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় সংস্কার এনেছে এবং ৬ ফেব্রুয়ারি কোরিয়ান ইপিজেডকে তাদের জমির মিউটেশন বুঝিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগের আর কোনো বাধা থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এই ঘোষণাগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও বাস্তবে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসবে কি না, তা সময়ই বলে দেবে।