রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তারুণ্যের উৎসবে শেষ দিনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা শুরু হয়।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আহত শিক্ষার্থী, শহিদের পরিবারের সদস্য এবং সমন্বয়করা বক্তব্য রাখেন।
আহত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অতি দ্রুত ফ্যাসিবাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকারের বিভিন্ন স্তরে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানায়।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শহিদ মামুনের ভাই রুবেল মিয়া বক্তব্যে বলেন, তার ভাই এর হত্যাকারী এবং হত্যার নেতৃত্বদানকারী সকলকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে অর্থ দেয়ার কথা সেটা সকল শহীদের পরিবারের নিকট অতি দ্রুত সে অর্থ দেয়ার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, সকল আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের পরিবারকে দেখবালের জন্য আহবান জানান। তখন শহিদ মামুনের পরিবারকে সম্মাননা সারক প্রদান করা হয়। উক্ত সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ বক্তব্য রাখেন। তারা ছাত্রদের সকল যৌক্তিক দাবির সাথে থাকার এবং সকল আহত ও শহিদ পরিবারের পাশে থাকার কথা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে তিতুমীর কলেজের অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল বলেন, তারুণ্যের শক্তি ও অনুপ্রেরণা নিয়ে সকল অন্যায় ও বৈষম্য নিরসনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।