জুলাই বিল্পবীদের ওপরে হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বরিশাল বিশ্ববিদ্যালয়। উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা লিখিত দাবির প্রেক্ষিতে এই আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন জুলাই বিল্পবীদের ওপর হামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রসীদের বিরুদ্ধে আগামী তিন কার্যদিবসের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দেয়া লিখিত দাবির ১৪ নং দাবিতে ছাত্র জনতার গণঅভ্যূত্থান ২০২৪-এর জুলাই বিপ্লবীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
হামলায় আহত শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হামলায় আহত শিক্ষার্থীদের দাবি ছিলো হামলায় অংশগ্রহণকারী ছাত্রলীগের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন দেরিতে হলেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিষয়টিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে দাবি জানাচ্ছি, প্রকৃত হামলাকারীদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী অ্যাকাডেমিক ও প্রচলিত আইনের আওতায় শাস্তি দেওয়ার জন্য।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম বলেন,’ উপাচার্য দপ্তর থেকে আমাকে চিঠি দিয়ে দুটি পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা নেবার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেয়া হবে ‘।