জুলাই স্মৃতি স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান পাবনার জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারত করেন।
এই কর্মসূচির আওতায় চারটি মাইক্রোবাসে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাথিয়া, বেড়া ও কাশিনাথপুর এলাকায় শহীদ আব্দুল হান্নান খান, শহীদ খোকন সরদার ও শহীদ জুলকার নাইন-এর গ্রামের বাড়িতে যান এবং তাঁদের কবর জিয়ারত করেন। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।
জিয়ারতের সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র হল-২ এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষার্থীরা।
কবর জিয়ারতের পাশাপাশি সেখানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. জালাল উদ্দিন। মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের শহীদের মর্যাদায় কবুলের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “এই ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলবে।”