বিশেষ প্রতিনিধি: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ালেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তবে তিনি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্নিগ্ধ তার পদত্যাগের ঘোষণা দেন।
স্নিগ্ধর স্থলাভিষিক্ত হয়ে ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর। তবে স্নিগ্ধর পদত্যাগের কোনো স্পষ্ট কারণ এখনও সামনে আসেনি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই হলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত বছরের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ওই আন্দোলনে শহীদদের স্মৃতি রক্ষার্থে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তখন তাকে সাধারণ সম্পাদক পদে পদায়িত করা হয়।
পরে ওই বছরের ২১ অক্টোবর সারজিস আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলে স্নিগ্ধ সিইও হন। চলতি বছরের জানুয়ারিতে সারজিস আলম দায়িত্ব ছেড়ে দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় এবার হঠাৎ করে সিইওয়ের পদ থেকে সরে দাঁড়ালেন স্নিগ্ধ।