৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
রোববার (১৮ আগস্ট) উপসচিব মোহাম্মদ শফিউল আলমের স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১০(খ) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত জেলা পরিষদের চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
একইদিন স্থানীয় সরকার বিভাগের জারি করা আরেক প্রজ্ঞাপনে আটজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং ৫৩ জন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে।