যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দাবানলে ৩২ হাজার একরের বেশি জমি ভস্মীভূত হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, এই ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ৫ হাজার কোটি ডলার। এর মধ্যে লুটপাটের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসির তথ্যমতে, ক্যালিফোর্নিয়ার গভর্নর দাবানল নিয়ন্ত্রণে পানির ঘাটতি নিয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, দাবানলপ্রবণ প্যাসিফিক প্যালিসেইডস এবং ইটন এলাকায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান ম্যাকডনেল এক সংবাদ সম্মেলনে বলেন, শুধুমাত্র অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমের অনুমতি দেওয়া হবে। বিপজ্জনক পরিস্থিতি বিবেচনায় আক্রান্ত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের আপাতত ফিরে না আসার অনুরোধ করেন তিনি।
তিনি আরও জানান, কিছু ব্যক্তিকে আটক করা হলেও লুটপাটের প্রমাণ পাওয়া যায়নি। তবে তীব্র বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেছেন।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেস ব্যস শহরের বাসিন্দাদের কর্মকর্তাদের ওপর আস্থা রাখতে বলেছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন ও বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের প্রতি তার সহানুভূতি প্রকাশ করে সাহায্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন ডোনাল্ড ট্রাম্পকে রাজ্যটি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে মানবিক সংকটকে রাজনীতিকরণের বিরোধিতা করেছেন। তিনি বলেন, হাজারো মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং উদ্বিগ্ন ভবিষ্যতের মুখোমুখি হয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত পুনর্গঠনের জন্য তারা সর্বোচ্চ সহযোগিতা প্রাপ্য।
বিবিসি জানায়, এই দাবানলে ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যান গার্পেন জানান, দমকল বাহিনীর কাছে পর্যাপ্ত পানি নেই। তিনি বলেন, অনেক সময় দূরবর্তী স্থান থেকে পানি এনে ট্যাংকে মজুদ করতে হয়, যা অগ্নিনির্বাপণ কার্যক্রমে বাধা সৃষ্টি করে। ফায়ার হাইড্রেন্টগুলো ঠিকমতো কাজ করলে পরিস্থিতি অনেকটাই সহজ হতো বলে মন্তব্য করেন তিনি।