জ্বালানি খাতের সংকট শুধু প্রযুক্তিগত বা অর্থনৈতিক নয়, বরং তা এখন সামাজিক ন্যায়ের অন্যতম প্রধান ইস্যু—এমন অভিমত তুলে ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জ্বালানি সুবিচারে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।
শুক্রবার (২ মে) সকালে বাংলা ডিসিপ্লিনের নাটমণ্ডপে ‘জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরাম’-এর আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে ন্যায্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক নীতি অপরিহার্য।
বক্তব্য দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম. শামসুল আলম, ক্যাবের আইন উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী।
তারা বলেন, জ্বালানি শুধু অর্থনীতির চালিকাশক্তি নয়, বরং নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু বিদ্যমান ব্যবস্থায় এই খাতে কাঠামোগত দুর্বলতা, দুর্নীতি ও বৈষম্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। জ্বালানির ওপর অতিনির্ভরতা এবং অপরিকল্পিত মেগা প্রকল্পগুলোর সমালোচনা করে বক্তারা বলেন, গণতান্ত্রিক অংশগ্রহণ ছাড়া কোনো নীতি কখনো টেকসই হতে পারে না।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নবায়নযোগ্য শক্তির দিকে গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, সৌর, বায়ু ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিস্তারই হতে পারে ভবিষ্যতের রক্ষাকবচ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক আবুল ফজল। আলোচনা শেষে ‘জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরাম’-এর ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।