অভিনয়ে যেমন পাকা, তেমনি সংসার সামলে দিব্যি আছেন বলিউড তারকা আলিয়া ভাট। আসছে বছরও কি আলিয়া একই ধারায় চলবেন? —এই প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের বিখ্যাত জ্যোতিষী বিক্রম চন্দিরামণি। তিনি হলিউড ও বলিউড তারকাদের নিয়ে প্রায়ই ভবিষ্যদ্বাণী করে থাকেন। তাই আলিয়ার আগামী বছর কেমন কাটবে, সে সম্পর্কে মন্তব্য করেছেন তিনি।
জ্যোতিষীর মতে, সূর্য দশার কারণে শুধু বলিউডে আলিয়ার ক্যারিয়ারই নয়, বিভিন্ন ব্র্যান্ডে বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে, যা ভবিষ্যতে তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।
তবে এই সাফল্য এমনি এমনি আসবে না। এর পেছনে থাকবে তার কঠোর পরিশ্রম। শুধু তাই নয়, বহুদিন ধরে আটকে থাকা বাণিজ্যিক পদক্ষেপগুলোর পথও আরও সুগম হবে বলে মন্তব্য করেন জ্যোতিষী বিক্রম চন্দিরামণি।
এমএ//