মোরাদ হোসেন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ, শালচূড়া ও দিঘীরপাড় এলাকায় আজ (বৃহস্পতিবার) ৮ মে ২০২৫ তারিখে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত ১৬টি টাওয়ার, পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়। একইসঙ্গে বালু পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্রা যানবাহন জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল (ইউএনও) এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।