শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার অফিস ভুইয়া বাড়িতে গভীর কুয়া খুঁড়তে গিয়ে আপন দুই ভাইরার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা কোচ সম্প্রদায়ের সদস্য।
নিহতরা হলেন- শালচুরা গ্রামের শ্রী নিল মহন কোচের ছেলে শ্রী নিরঞ্জন কোচ (৩৫) এবং রাংটিয়া গ্রামের শ্রী নিপুরাম কোচের ছেলে শ্রী নারায়ণ কোচ (৪৮)। সম্পর্কে তারা একে অপরের আপন ভাইরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৩ এপ্রিল) বিকেলে শ্বশুরবাড়িতে একটি গভীর কুয়া খুঁড়তে নামেন নিরঞ্জন ও নারায়ণ কোচ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে দ্রুত উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং দুইজনের মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেন স্বল্পতা বা কুয়ার ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা মারা গেছেন।
খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।