গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের ১৭টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, মিলগেট এলাকায় সারিবদ্ধভাবে অনেক ঝুটের দোকান রয়েছে। আজ ভোরে একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুতই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বলেন, “ভোর ৫টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পাই। ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুই ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হই। এতে ১৭টি ঝুটের দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।