গাজীপুরের টঙ্গীতে ইজতেমাকে ঘিরে তাবলীগ জামাতের সাদ ও যুবায়ের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাদপন্থী অনুসারীদের চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষ হয়।
নিজামুদ্দিন মার্কাজ (সাদ পন্থী) অনুসারীরা জানান, প্রশাসনের আমন্ত্রণে তারা ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জোড় ইজতেমার প্রস্তুতি নিতে ময়দানে প্রবেশের চেষ্টা করেন। তবে তাদের বাধার মুখে পড়তে হয় এবং হামলার শিকার হন। তারা অভিযোগ করেন, যুবায়ের পন্থীরা ৫ দিনের জোড় ইজতেমা আয়োজন করলেও তাদের এ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
এদিকে, একই সময়ে যুবায়ের পন্থীরা টঙ্গীর চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।