গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা শ্রমিকরা শেষ পর্যন্ত সড়ক থেকে সরে গেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পরে যৌথবাহিনী এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করলে সকাল ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, যৌথবাহিনীর সদস্যরা শ্রমিকদের বোঝানোর পর তারা শান্ত হয়ে সড়ক ছেড়ে দেন, যার ফলে যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডে প্রায় ১,৩০০ শ্রমিক কাজ করেন। তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের কথা থাকলেও, মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়েই সোমবার বিকেলে গোপনে কারখানা ত্যাগ করেন। মঙ্গলবার সকালে কাজে এসে শ্রমিকরা প্রধান ফটকে “অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ” নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মহাসড়ক অবরোধ করেন।
এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানাও বন্ধ করে দেন, যার ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে শ্রমিকরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, যা যাত্রীদের জন্য স্বস্তির ছিল।