যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের “পারসন অব দ্য ইয়ার” হিসেবে ঘোষণা করেছে প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এটি দ্বিতীয়বারের মতো ট্রাম্প এই খেতাব অর্জন করলেন। এর আগে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন তিনি।
টাইমের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে ঐতিহাসিক প্রত্যাবর্তন, রাজনৈতিক পুনর্গঠন এবং বিশ্বে আমেরিকার ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করেছেন। তার এই প্রভাবের জন্যই তিনি টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হয়েছেন।’’ সাময়িকীর প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস উল্লেখ করেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ‘‘ভালো বা খারাপ যেভাবেই হোক, ২০২৪ সালের ঘটনাপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন।’’
১৯২৭ সাল থেকে টাইম ম্যাগাজিন এই খেতাব প্রদান শুরু করে। এটি এমন ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয় যারা ‘‘ভালো বা খারাপ, উভয়ভাবেই’’ বছরে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেন।
পূর্বে গ্রেটা থুনবার্গ, বারাক ওবামা, পোপ ফ্রান্সিস, মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন।
২০২৪ সালের জন্য টাইমের বিবেচনায় থাকা অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বিজয়ী নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ম্যাগাজিনের সম্পাদকরা।
সূত্র: আল জাজিরা