দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘কোটা সংস্কার আন্দোলনরত’ সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে ঢাকা-টাঙ্গাঈল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের সর্বস্তরের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১ টায় মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে আশিকপুর বাইপাসে পৌঁছায়।পরবর্তীতে একে একে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সরকারি সা’দত কলেজ,টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট এর সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন।
পরবর্তীতে তাঁরা মহাসড়ক অবরোধ করে চলমান নিপীড়নের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।এসময় তাঁরা ‘আমার ভাইয়ের রক্ত,বৃথা যেতে দেবো না’,’জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’,’আমি কে, তুমি কে,রাজাকার-রাজাকার;কে বলেছে,কে বলেছে- স্বৈরাচার-স্বৈরাচার’,’১৮ এর হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার’ সহ নানারকম স্লোগান দেয়।
টাঙ্গাইলের সর্বস্তরের শিক্ষার্থীদের উপস্থিতির কারণে এবারের অবরোধ কর্মসূচি গতবারের চেয়ে ব্যাপকতা লাভ করে।শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের উভয়দিকে দিকে দীর্ঘ যনজাটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি পালন করার পর শান্তিপূর্ণভাবে মহাসড়ক ত্যাগ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।