দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুদ্রা নিক্ষেপের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা আবারও টসে হারলেন। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হলেও এই হারের ঘটনা নতুন নয়, কারণ এর আগে তিনি নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষেও টস হারেন। রোহিত শর্মার অধিনায়কত্বে গত ১১টি ম্যাচে টস জয়ের কোনো সুখবর পাননি তিনি।
২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার টসে জয় নেই। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপের ফাইনালও অন্তর্ভুক্ত, যেখানে টস হেরে ভারত পরাজিত হয়েছিল। এভাবে টানা ১১টি টস হেরে রোহিত শর্মা ওয়ানডে ইতিহাসে এক অনন্য দুর্ভাগ্যের রেকর্ড গড়েছেন।
বিশ্বকাপে ফাইনাল থেকে এই খারাপ শুরু হলেও রোহিতের টস-ভাগ্য একেবারেই প্রসন্ন হয়নি। ওয়ানডে ইতিহাসে টানা সর্বোচ্চ টস হারার রেকর্ড ১২টি ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ১২টি টস হারেন তিনি। বর্তমানে রোহিত শর্মা এবং নেদারল্যান্ডসের পিটার বোরেন ১১টি টস হারার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন।
এদিকে, ভারতীয় দলের টস-ভাগ্য শুধু রোহিতের একার সমস্যা নয়, দক্ষিণ আফ্রিকা সিরিজে লোকেশ রাহুল অধিনায়কত্বের সময়ও টস হারের দায় কিছুটা তাঁর ওপরও বর্তায়। তবে ভারতের জন্য একটি শোকের সংবাদও রয়েছে— এটি ছিল ভারতীয় ক্রিকেট ইতিহাসে টানা ১৪টি টস হারানোর বিশ্বরেকর্ড, যা এখন পর্যন্ত কোনো দেশের অধীনে হয়নি।
এভাবে দুর্ভাগ্যের বোঝা বহন করলেও ভারতীয় সমর্থকরা রসিকতা করে বলছেন, “রোহিতকে এবার মন্ত্রপূত কোনো ওঝার কাছে নিয়ে গিয়ে টসের সৌভাগ্য ফিরে পেতে হবে!”